BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৯
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে নিখোঁজ ভারতীয় শিখ নারী ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন


নভেম্বর ১৫, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

ভারতের পাঞ্জাবের কপুরথলার বাসিন্দা সরবজিৎ কৌর (৫২) পাকিস্তানে নিখোঁজ হওয়ার পর জানা গেছে, তিনি ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছেন স্থানীয় এক যুবককে। তাদের বিয়ের একটি নিকাহনামাও সামনে এসেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, গত ৪ নভেম্বর গুরু নানক দেবের ৫৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ১ হাজার ৯৯২ জন শিখ তীর্থযাত্রী ওয়াঘা-অটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন। ১৩ নভেম্বর তারা দেশে ফিরে আসেন।তবে সরবজিৎ কৌর ফেরেননি।

এদিকে উর্দু ভাষায় প্রকাশিত একটি নিকাহনামায় দাবি করা হয়েছে, কৌর ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে ‘নুর’ রেখেছেন এবং পাকিস্তানের শেখুপুরার বাসিন্দা নাসির হুসাইন নামে এক ব্যক্তিকে বিয়ে করেছেন। নথিটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এনডিটিভি।

সরবজিৎ কৌরের বয়স ৫২ বছর।

তার সাবেক স্বামী করনাইল সিং প্রায় ৩০ বছর ধরে ইংল্যান্ডে বসবাস করছেন। তাদের দুই পুত্রসন্তান রয়েছে।
পাঞ্জাব পুলিশের একটি সূত্র জানিয়েছে, কৌর পাকিস্তান থেকে বের হওয়ার কোনো রেকর্ড ইমিগ্রেশনের কাছে নেই। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ সরবজিৎ কৌর দেশে ফিরছেন না বুঝতে পারার সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানায়।

এরপর পাঞ্জাব পুলিশ প্রাথমিক প্রতিবেদন পাঠিয়েছে ভারতের অন্যান্য তদন্ত সংস্থার কাছে। ভারতীয় মিশন পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে বলেও জানানো হয়েছে।

প্রতিবছরই শিরোমণি গুরদোয়ারা প্রবন্ধক কমিটি (এসজিপিসি) গুরু নানক দেবের জন্মজয়ন্তী উপলক্ষে পাকিস্তানের ঐতিহাসিক গুরদোয়ারাগুলোতে তীর্থযাত্রী পাঠায়। গত মাসে নিরাপত্তা উদ্বেগের কারণে অনুমতি স্থগিত করলেও পরে ভারত সরকার ১০ দিনের এই সফরের অনুমোদন দেয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।