BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বহিষ্কৃতরা ফেরায় দলীয় কার্যক্রমে বেড়েছে গতি


নভেম্বর ১৫, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় উল্লসিত বিএনপির নেতাকর্মীরা। কেউ কেউ মিছিল-সমাবেশ করে শোডাউন দিয়েছেন। কেউ কেউ নিজ বাড়িতে মিলাদ মাহফিল করে কৃতজ্ঞতা জানিয়েছেন। বহিষ্কৃতরা দলে ফেরায় সিলেট বিএনপিতে যে গুমোট ভাব ছিল সেটি অনেকটা কেটে গেছে বলেও মনে করছেন অনেকে। কারও কারও মতে, আগামী নির্বাচনে সিলেট-১ আসনের জন্য ‘ফ্যাক্টর’ ছিলেন বহিষ্কৃত এই নেতারা।

২০২৩ সালে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৩ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর থেকেই তারা ছিলেন অনেকটা নিষ্ক্রিয়। দলের কর্মকাণ্ড থেকে ছিলেন অনেকটা দূরে। এ অবস্থায় সিলেট বিএনপিতে বিভক্তি ফুটে ওঠে। দলের এসব প্রভাবশালী নেতা না থাকায় দলীয় কর্মকাণ্ড পরিচালনায় অনেকটা বেকায়দায় পড়েন সিনিয়র নেতারা।

বহিষ্কৃত নেতাদের মধ্যে যারা দলের হাইকমান্ডের কাছে ক্ষমাপ্রার্থনা করে আবেদন করেছিলেন, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য নেতারা হলেন– ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সৈয়দ তৌফিকুল হাদী, একই ওয়ার্ডের বিএনপি নেতা মুফতি কমর উদ্দীন কামু, ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমন, হুমায়ুন কবির সুহিন, রোকসানা বেগম শাহনাজ, সালেহা কবির শেপী, রুহেনা বেগম মুক্তা, জহুরা জেসমিন, কামরুন নাহার তিন্নি।

গেল ১০ নভেম্বর কেন্দ্র থেকে ওই ৪৩ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। দলের এই সিদ্ধান্তে ‘শাস্তি’ পাওয়া নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

বুধবার শতাধিক নেতাকর্মী নিয়ে নগরীতে বিশাল শোডাউন করেন নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম। তাঁর নেতৃত্বে মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহজালাল (রহ.) মাজারে গিয়ে শেষ হয়।
একইভাবে ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরের দিনই নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া মাহফিলে ওই দিন কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন তাঁর বাড়িতে। বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান মুনিম।

এদিকে গত মঙ্গলবার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমনের হাতে ফুল দিয়ে বিএনপি ও ছাত্রদলে যোগ দেন ৮১ জন। তারা সবাই বিএনপি ও ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলে নাম লেখান। তাঁর নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে নগরীতে কৃতজ্ঞতা মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শুধু তারা নন, বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ার পর আরও অনেকেই নিজ নিজ এলাকায় সভা-সমাবেশ করে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছেন।

নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম বলেন, তিনি সব সময় বিএনপির সঙ্গে ছিলেন, এখনও আছেন। দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।