BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আইসিবি ইসলামিক ব্যাংকের রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ী সমাবেশ


নভেম্বর ১৩, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড-এর সিলেট শাখার উদ্যোগে ‘রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ী সমাবেশ ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সিলেটের পূর্ব বন্দবাজারাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, “আধ্যাত্মিক পূণ্যভূমি সিলেট এমন এক অঞ্চল, যা শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর বরকতময় পদধূলিতে ধন্য। দেশের অন্য যেকোনো জেলার তুলনায় সিলেট সর্বদা ব্যতিক্রম ও অনন্য। ইতিহাস সাক্ষী যেকোনো শুভ উদ্যোগ বা উত্তম কাজের সূচনা সিলেট থেকেই শুরু হয়। আমি নিজেও সেই ধারাকে অব্যাহত রাখতে চাই।

তিনি আরো বলেন, পবিত্র এই সিলেটের অধিকাংশ মানুষ প্রবাসে থেকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। আমরা প্রবাসীদের যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে ব্যাংকিং খাতকে আরও এগিয়ে নিতে চাই। প্রবাসীদের কষ্টার্জিত আমানতকে ইসলামি শরিয়াহ মোতাবেক সঠিকভাবে পরিচালনা করে তাদের সহযোগিতায় সর্বদা পাশে থাকার অঙ্গীকার করছি।”

ব্যাংকের আইসিটি এপ্লিকেশন এবং এসভিপি অব শরিয়াহ ব্যাংকিংয়ের প্রধান আহমেদ উল্লাহর সভাপতিত্বে ও প্রধান কার্যালয় সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্যাংকের সিনিয়র ভাইস পেসিডেন্ট হেড অফ ইনভেস্টমেন্ট রিক্স ম্যানেজমেন্ট মো. তারেকুস সালাম, স্বাগত বক্তব্য রাখেন সিলেট শাখা এফ এ ভি পি এবং শাখা ব্যবস্থাপক মো. আইন উদ্দিন। উপস্থিত ছিলেন এন আর বি ব্যংক পিএলসি স্পনসর পরিচালক ব্যবসায়ী সাব্বির আহমেদ চৌধুরী, সিলেট ব্রাঞ্চ এসিস্ট্যান্ট অফিসার মাসুদুল ইসলাম চোধুরী সহ কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অবদান ও ব্যবসায়ীদের ভূমিকার প্রশংসা করেন এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। তারা ব্যাংকিং সেবার মানোন্নয়ন ও গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির জন্য আইসিবি ইসলামীক ব্যাংকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও আলোচনা করেন।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, প্রবাসী রেমিটেন্স প্রেরক, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।