সিলেট-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেছেন, নেতা নয় সেবক হিসেবে সিলেটের মানুষের কল্যাণে নিবেদিত হতে এসেছি। আমি আপনাদের ভাই হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে অবহেলিত এই জনপদের মানুষের কথা বলার জন্য আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে চাই। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আল্লাহ আমাকে সুযোগ দিলে আপনাদের জন্য নিয়োজিত থাকবো। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই।
রোববার বিকেলে বাদ আসর সিলেট নগরীর সোবহানিঘাট এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা নজরুল ইসলাম, জেলা দক্ষিণ জমিয়তের সহ-সভাপতি আব্দুল মুছব্বির জামডরী, জমিয়ত নেতা মাওলানা ইব্রাহীম সালুটিকরী, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সিনিয়র সহ সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, ছাত্র জমিয়ত নেতা ফরিদ উদ্দিন, মাসুদুর রহমান সালিম, মীর আইনুল হক সহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
