BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:২২
আজকের সর্বশেষ সবখবর

হটস্পারে ম্যানইউ-টটেনহামের নাটকীয় ম্যাচে ‘ফুটবলের জয়’


নভেম্বর ৮, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শেষটায় যেন সব রোমাঞ্চ সাজিয়ে রেখেছিলেন ‘ফুটবল ঈশ্বর’। তা না হলে এমন রুদ্ধশ্বাস লড়াই হওয়ার কথা ছিল না টটেনহাম হটস্পার স্টেডিয়ামে। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে যখন জয় নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল ম্যানচেস্টার ইউনাইটেড তখনই রেড ডেভিলদের মাটিতে নামায় টটেনহাম।

কেননা ঘরের মাঠে ততক্ষণে পাশার দান উল্টে দিয়েছে টটেনহাম। কিন্তু নিজেরাও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। যোগ করা সময়ের শেষ মিনিটে গোল করে যে টটেনহামের হাসি কেড়ে নিয়েছেন ম্যাথিয়াস ডি লিট। তাতে ২-২ ব্যবধানের সমতায় নাটকীয় ম্যাচে জয় পেয়েছে ‘ফুটবল’। ম্যাচের ৩২ মিনিটে ব্রায়ান এমবুমোর হেডে জয় নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল ম্যানইউ।

কেননা ম্যাচ শেষ হতে তখন মাত্র ৬ মিনিট বাকি ছিল। কিন্তু ৮৪ মিনিটে তা হতে দিলেন না বদলি নামা ম্যাথিয়াস টেল। বক্সের মধ্যে সতীর্থ ডেসটিনি ওডোগির পাস পেয়ে ডান পায়ে দারুণ এক গোল করেন। তাতে হাফ ছেড়ে বাঁচে স্পার্সরা।

সমতায় ফিরিয়েই যেন জয়ের নেশা পেয়ে বসে টটেনহামের। কেননা সর্বশেষ ৪ দেখায় প্রতিপক্ষদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। যোগ করা সময়ের প্রথম মিনিটে হেডে গোল করে পঞ্চম জয়টা প্রায় এনেই দিয়েছিলেন রিচার্লিসন। দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে জয়সূচক গোলের মুহূর্ত তৈরি বলে কথা! তাই তো উত্তেজনায় গায়ের জার্সিই খুলে ফেললেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তার শাস্তিস্বরূপ হলুদ কার্ড দেখলেন তিনি। তবে তার থেকে বড় শাস্তিটা যেন যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেলেন রিচার্লিসন। শেষ ৫ মিনিট কোনোরকমে ডিফেন্স করতে পারলেই যে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে তারা। কিন্তু সেটা হতে দিলেন না ডি লিট। ব্রুনো ফার্নান্দেসের কর্নারের বলকে হেডে জালে জড়িয়ে দিলেন ম্যানইউ ডিফেন্ডার। গোলরক্ষক ভিসারিও চেষ্টা করেও গোল লাইনের বাইরে বলকে রাখতে পারলেন না। রেফারির শেষ বাঁশি বাজার পর তাই তো হাটুগেড়ে মাথাটা মাটিতে রাখলেন। আর দুই হাত দিয়ে মুখটা ঢাকলেন রিচার্লিসন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।