BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:০৫
আজকের সর্বশেষ সবখবর

“প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবি চারণের”


নভেম্বর ৮, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে আজ বিকাল ৩টায় শারদা হলের সম্মুখে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড আবু জাফর এবং বাসদ সিলেট জেলার অন্যতম নেতা উজ্জ্বল রায়।

বক্তাগণ বলেন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে শরীরচর্চা ও সংগীত শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী মাধ্যম। সারা পৃথিবীতেই প্রাথমিক পর্যায়ে শিশুদের শিক্ষা কার্যক্রমে এই দুটি শিক্ষা অত্যাবশ্যক হিসেবে পাঠ্যক্রমে যুক্ত। আমাদের দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের প্রতি আগ্রহ ও মনোযোগী করতে এবং শিক্ষা কার্যক্রমকে আনন্দময় করতে শারীরিক ও সংগীত শিক্ষার বিকল্প নেই। অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক ও সংগীত শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত বাতিল করে পদ পুনর্বহাল করার দাবি করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।