BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:০৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আ. লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার


নভেম্বর ৮, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ। সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রদানের পর শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মহানগর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মোঃ ওমর ফারুক(২৪), সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান(৪০), ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আহমেদ (৫২) ও ৮ নং ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুর রশিদ (৩৯)।

এরআগে শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে নগরের মির্জাজাঙ্গাল এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এই মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুক্রবারই কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলা নং-১৭। এরপর মিছিলকারীদের ধরতে অভিযানে নামে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নগরের সুবিদবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মোঃ ওমর ফারুক (২৪) কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ফারুকসহ ছাত্রলীগের অন্যান্য সদস্যরা শুক্রবার সকালে মির্জাজাঙ্গাল এলাকায় সরকারবিরোধী ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগানসহ ঝটিকা মিছিল করে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’-এর ব্যানারে অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে উগ্রবাদী প্রচার ও প্ররোচনামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়।

এছাড়া মোগলাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার গোটাটিকর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামি জয়নাল আহমেদ (৫২) কে গ্রেপ্তার করা হয়। জয়নাল সিলেট মহানগরের ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

একইদিনে বিস্ফোরক আইনে মামলার আসামি আবু সুফিয়ান(৪০) কে গ্রেপ্তার করে পুলিশ। সুফিয়ান মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, আবু সুফিয়ান শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের চেষ্টাকালে মামলার আবেদনের প্রেক্ষিতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আর শনিবার নগরের পানিটুলা এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামী ৮ নং ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুর রশিদ (৩৯) গ্রেপ্তার করে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।