BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০০
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে শহীদ সোহাগের মরদেহ কবর থেকে উত্তোলন


নভেম্বর ৭, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জে জুলাই আন্দোলনে শহীদ সোহাগ মিয়ার লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্ত করা হচ্ছে।

বুধবার সকালে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামে পারিবারিক কবরস্থান থেকে শহীদ সোহাগ মিয়ার লাশ উত্তোলন করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মূশফিকীন নূর ও ডিবির সাব-ইন্সপেক্টর মো. রুবেল রহমান, শহীদ সোহাগের বাবা আবুল কালাম, তার ভাই শুভ মিয়া এসময় উপস্থিত ছিলেন।

এসময় শহীদ সোহাগ মিয়ার পিতা আবুল কালাম বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে তদন্তের সুবিধার্থে আমার ছেলে সোহাগের লাশ ময়নাতদন্ত ও সুরতহালের জন্য উত্তোলন করা হচ্ছে। আমি চাই আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি হোক। জেলা প্রশাসক মহোদয় সশরীরে উপস্থিত হওয়ায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।

জেলা প্রশাসক ইলিয়াস মিয়া বললেন, জুলাই আন্দোলনের সময় সোহাগকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দিয়ে লাশ উত্তোলন করা হচ্ছে। সোহাগের বাবাকে সান্ত্বনা দিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের সরকারের পতনের খবরে গত বছরের পাঁচ আগস্ট ঢাকায় বিজয় মিছিলে তিনি যুক্ত হন। সেখানে তিনি ও তার ভাই শুভ মিয়া ছিলেন। সেই মিছিলে গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান সোহাগ। পরদিন ছয় আগস্ট গ্রামের বাড়িতে তাঁর দাফন হয়েছিল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।