BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৭
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক দিবসের সাথে নয়, জাতীয় যুব দিবস স্বতন্ত্র দিবস হিসেবে দেখতে চাই


নভেম্বর ৫, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে “বাংলাদেশের কর্মমুখী ও আত্মনির্ভরশীল যুবদের ঐক্য-ঘুষখোর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের হাত থেকে দেশকে করবে মুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়। প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ উপলক্ষ্যে দুপুর ১২.০০ ঘটিকায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, দুপুর ২.০০ ঘটিকায় সাংগঠনিক কর্মতৎপরতা ও জাতীয় যুব দিবস ২০২৫-এ যুব কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় যুব সংগঠকদের মধ্যে স্মারক প্রদান অনুষ্ঠান ও বিকাল ৩.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ২০২৫-২০২৮ খ্রীষ্টাব্দের ৩ বছর মেয়াদী বিভাগীয় কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা ও আমাদের সংগঠন অরাজনৈতিক অবস্থান থেকে নিজস্ব অর্থায়নে সবসময় যুবদেরকে স্বনির্ভর করতে কর্মমুখী প্রশিক্ষণ সহ স্বাবলম্বী করার জন্য নিয়মিত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে যাচ্ছি। পাশাপাশি সিলেট মহানগর, সিলেট জেলা, সিলেট বিভাগ ও বাংলাদেশের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দাবী হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচরের জন্য কাজ করছি। সর্বোপরী যুবদের সর্বপ্রকার দাবী ও সিলেটের চিহ্নিত সমস্যা দূর না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। বক্তারা আরো বলেন, ১ নভেম্বর হতে জাতীয় যুব দিবসের তারিখ আন্তর্জাতিক যুব দিবসের সাথে সংযুক্ত করার আমরা বাংলাদেশের এক-তৃতীয়াংশ যুবরা মর্মাহত। অচিরেই জাতীয় যুব দিবসকে ১ নভেম্বর ফিরিয়ে দেওয়ার দাবি জানাই। যুব দিবস আন্তর্জাতিক যুব দিবসের সাথে নয়, জাতীয় যুব দিবস স্বতন্ত্র যুব দিবস হিসেবে দেখতে চাই। আলোচনা সভা থেকে ১ নভেম্বর জাতীয় যুব দিবস-এর তারিখ ফিরিয়ে দেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা সহ ২৩ উপদেষ্টার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সিবিযুকস’র সিলেট জেলা কমিটির ধর্ম সম্পাদক হাফিজ শুয়াইব আহমদ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ। জাতীয় যুব দিবসের তাৎপর্য ও স্বার্থকতা উপস্থাপন করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আল-হিলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক জগলু মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সভাপতি রাধিকা রঞ্জন পাল ছাবুল, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সদস্য মোঃ জয়নাল আবেদীন, মৌলভীবাজার প্রতিনিধি সদস্য মীর মোঃ ছাইফুল ইসলাম, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, অর্থ সম্পাদক পিযোষ মোদক, সদস্য মোঃ জুয়েল মিয়া, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল মিয়া খান। আলোচনা সভা শেষে সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ২০২৫-২০২৮ খ্রীষ্টাব্দের ৩ বছর মেয়াদী বিভাগীয় কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। স্মারক প্রদান অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক তৎপরতায় ভূমিকা রাখার জন্য ৪১ জনকে ও প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ উদযাপনে ভূমিকা রাখায় ১২২ জনকে শুভেচ্ছা স্মারক ২০২৫ প্রদান করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।