BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:২৩
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এরিকা কার্কের আলিঙ্গনের ভিডিও ভাইরাল


নভেম্বর ৪, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

২৯ অক্টোবর (বুধবার) মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কিন্তু ওই অনুষ্ঠানে তার পরিচিতির সময়ের একটি মুহূর্ত তখন থেকেই ভাইরাল হয়ে যায়।

অনুষ্ঠানে চার্লি কার্কের বিধবা স্ত্রী এরিকা কার্কের অশ্রুসিক্ত বক্তব্য সত্ত্বেও, এরিকা ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উষ্ণ আলিঙ্গনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব চার্লি কার্ক ১০ সেপ্টেম্বর আততায়ীর গুলিতে নিহত হন।

এ হত্যাকাণ্ড ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিও উত্তপ্ত হয়ে ওঠে। হত্যাকাণ্ডটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে। মাত্র ৩১ বছর বয়সে চার্লি দেশের রক্ষণশীল তরুণদের সবচেয়ে বড় সংগঠনের জনপ্রিয় নেতায় পরিণত হয়েছিলেন। ফলে এ দেশের ভবিষ্যতের রক্ষণশীল আন্দোলনে তার প্রভাব স্পষ্ট হয়ে উঠেছিল। হত্যাকাণ্ডের পরপরই ক্ষুব্ধ ট্রাম্প দোষ চাপান ‘উগ্র বামপন্থী’দের ওপর।

স্বামী নিহত হওয়ার পরে চার্লি কার্কের বিধবা স্ত্রী এরিকা কার্ক তার স্বামীর জায়গায় ডানপন্থী রাজনৈতিক সংগঠক ‘টার্নিং পয়েন্টের সিইও’ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবারের ওই অনুষ্ঠানের শুরুতে আবেগঘন বক্তৃতায় ৩৬ বছর বয়সী এরিকা বলেন, ‘চার্লি নিহত হওয়ার সাত সপ্তাহ পূর্ণ হলো। আমাদের দল আমার প্রিয় বন্ধু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে আজ বক্তৃতা দিতে অনুরোধ করেছে।

আমি এই বিষয়টি নিয়ে সত্যিই প্রার্থনা করেছিলাম, কারণ আজ একটি আবেগঘন দিন।’

তিনি বলেন, ‘আমি কেবল আমার হৃদয়ে চার্লির কণ্ঠ শুনতে পেলাম। আমি কেবল তাকে বলতে শুনলাম, ‘যাও, সেই অঞ্চলে ফিরে যাও, প্রিয়। যুদ্ধে ইতিমধ্যেই জিতে গেছে। ঈশ্বরের ভালোবাসায় সব জয় হয়েছে।

অনুষ্ঠানে জেডি ভ্যান্সকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর সময় এরিকা তার সামনে উপস্থিত জনতাকে বলেন, ‘কেউ কখনো আমার স্বামীর স্থলাভিষিক্ত হতে পারবে না। কিন্তু আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে আমার স্বামীর কিছু মিল দেখতে পাচ্ছি। আর সেই কারণেই আজ রাতে তাকে পরিচয় করিয়ে দিতে পেরে আমি খুবই ভাগ্যবান।’

এর পরেই ঘটে সেই বিতর্কিত ঘটনা। মঞ্চে ওঠার সময় এরিকা ভ্যান্সকে উষ্ণ আলিঙ্গন করেন। ভাইস প্রেসিডেন্টও এরিকার কোমরে হাত রাখেন। অন্যদিকে এরিকা ভ্যান্সকে আলিঙ্গনের সময় তার মাথার পেছনে চুলের মধ্যে হাত রাখেন। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

এর পর থেকেই জেডি ভ্যান্সের স্ত্রী ঊষার পক্ষ নিয়ে এরিকা কার্ককে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা। অনেক ইন্টারনেট ব্যবহারকারীকে এই অভিবাদন অবাক করছে। তাদের এই ঘনিষ্ঠ আলিঙ্গন উপযুক্ত কি না, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে বুধবারের অনুষ্ঠানে ভ্যান্সের স্ত্রী ঊষা চিলুকুরি ভ্যান্সও উপস্থিত ছিলেন।

এরিকার সঙ্গে আলিঙ্গনের পাশাপাশি, ভাইস প্রেসিডেন্টর বক্তব্যেও বেশ আলোড়ন তুলেছে। তিনি সেখানে নিজের ধর্মীয় বিশ্বাস এবং এরিকার বিশ্বাসের পার্থক্য নিয়ে কথা বলেন।

যখন ভ্যান্সকে জিজ্ঞাসা করা হয়, তিনি এবং তার স্ত্রী কিভাবে তিন সন্তানকে ভিন্নধর্মী পরিবারে বড় করে তুলছেন। কারণ ঊষা হিন্দু ধর্মে বেড়ে উঠেছেন আর ভ্যান্স প্রাপ্তবয়স্ক অবস্থায় ক্যাথলিক ধর্ম গ্রহণ করেছেন। তখন ভ্যান্স জানান, তার সন্তানদের খ্রিস্টান হিসেবে বড় করছেন। তিনি আশা করেন, এক দিন তার স্ত্রীও তার বিশ্বাসে অনুপ্রাণিত হবেন।

জেডি আরো বলেন, ‘বেশির ভাগ সময় রবিবার ঊষা আমার সঙ্গে গির্জায় যায়। আমি আশা করি, তিনিও একদিন একই বিষয়ে অনুপ্রাণিত হবেন, গির্জায় যা আমাকে অনুপ্রাণিত করেছিল।’

এদিকে প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে আলিঙ্গন করার ভিডিও ভাইরাল হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিয়েছেন এরিকা। এরিকা কার্ক বলেন,‘আমার প্রতিটি নড়াচড়া ক্যামেরায় বিশ্লেষণ করা হয়।’ সূত্র : পিপল

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।