BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:২৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নিখোঁজ চার শিশু ঢাকা থেকে উদ্ধার


নভেম্বর ৩, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানী ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, এয়ারপোর্ট থানাধীন বাইশটিলা এলাকার ১২ থেকে ১৪ বছর বয়সী চারজন শিশু গত ২৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল থেকে নিখোঁজ ছিল। নিখোঁজ হওয়ার পর ২৮ অক্টোবর ভিকটিমদের একজনের মা এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১২৬৯) করেন।

নিখোঁজদের মধ্যে একজনের কাছে মোবাইল ফোন থাকলেও, নিখোঁজ হওয়ার পর থেকে সেটি বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় ঘটনাটিকে সন্দেহজনক বিবেচনায় নিয়ে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুদের অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে ২ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে এয়ারপোর্ট থানার একটি আভিযানিক দল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানার সহযোগিতায় রাজধানীর কমলাপুর রেলওয়ে কলোনীর একটি খাবারের হোটেলে অভিযান পরিচালনা করে নিখোঁজ চার শিশুকে উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া শিশুরা পুলিশকে জানায়, পারিবারিক আর্থিক সংকট ও অভিমানের কারণে কাউকে না জানিয়েই তারা ২৬ অক্টোবর রাত ১১টার দিকে ট্রেনে করে ঢাকায় আসে। পরে তারা কমলাপুর এলাকার একটি হোটেলে কাজে যোগ দেয়।

এয়ারপোর্ট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত শিশুদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।