কোম্পানীগঞ্জের ধলাই নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বালু উত্তোলনকালে ব্যবহৃত ১২টি বারকি নৌকা। রোববার (২ নভেম্বর) রাতে উপজেলা প্রশাসনের অভিযানে ধলাই সেতু সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযানে সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় আনসার সদস্যরা।
এসিল্যান্ড পলাশ তালুকদার বলেন, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ধলাই নদী ও সাদা পাথর এলাকার প্রাকৃতিক সম্পদ রক্ষার স্বার্থে অবৈধ উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। অবৈধভাবে নদী থেকে বালু-পাথর তুললে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এ তথ্য নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১২ জনকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত নৌকাগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া আটক ১২ জনের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্র জানায়, ধলাই নদীর পাড়ে দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করে আসছিলেন। এতে নদীর তীর ভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়।
এদিকে জাফলংয়ে প্রশাসনের অভিযানে বালু বোঝাই আটটি (বাল্কহেড) স্টিলের বড় নৌকা, দুটি ইঞ্জিনের কাঠের নৌকা, পাঁচটি বারকি নৌকা ও পাঁচটি বোমা মেশিন আটকের পর পিয়াইন নদীতে ডুবিয়ে দেওয়া হয়। পাশাপাশি তিনজনকে আটক করার পর এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে বিজিবি সদস্যরা সহযোগিতা করেন।
