ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি বলেছেন, রাজনীতি থেকে গডফাদার সিস্টেম বাতিলের জন্য পিআর পদ্ধতির নির্বাচন প্রয়োজন। তিনি বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো-এমন পরিবেশের সৃষ্টি করতে হবে। এজন্য দরকার প্রচলিত পদ্ধতির পরিবর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই জনগণের শাসন প্রতিষ্ঠা হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ২টা ৩০ মিনিটে পীরের বাজারে বিসমিল্লা সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট সদর উপজেলা ৪নং খাদিমপাড়া ইউনিয়ন শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মকসুদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ আলমগীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট সদর উপজেলা সভাপতি মাওলানা সিরাজ উদ্দিন আনসারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট সদর উপজেলার সহ-সভাপতি মাওলানা আব্দুস সোবহান আব্বাসী প্রমুখ।
