BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৩০
আজকের সর্বশেষ সবখবর

সিলেট নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না


অক্টোবর ৩১, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভায় সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র ২০২৫-২০২৮ খ্রীষ্টাব্দের ৩ বছর মেয়াদী ৬৩ সদস্য বিশিষ্ট্য বিভাগীয় কমিটির নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা অনুষ্ঠান শেষে সিলেটের জেলা প্রশাসক ও এসএমপি’র পুলিশ কমিশনারকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাত ৭.৪৫ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয় হতে জিন্দাবাজার পয়েন্ট হয়ে বন্দরবাজার সিটি পয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সিটি পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সিলেটের উন্নয়ন ও সৌন্দর্যের বিরুদ্ধে অবস্থানকারীরা সিলেট বিদ্ধেষী। এরা সবসময় সিলেটের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সিলেটবাসীকে সজাগ থাকতে হবে। সিলেট নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। বক্তারা কোন অবৈধ বিষয়কে বৈধতার জন্য দাবী করে বর্তমান সময়ের উন্নয়ন ও সৌন্দর্যের রূপকার সিলেটের জেলা প্রশাসক ও এসএমপির কমিশনারকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আগামী ৩ দিনের মধ্যে এই কটুক্তির জন্য নিঃশর্ত ক্ষমা ও দুঃখ প্রকাশ করা না হলে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য সিলেটবাসী রাজপথে নামতে বাধ্য হবে।

জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস’র যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলুর পরিচালনায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির নাম ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক ফরিদা আখতার চৌধুরী কুটি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ সুহেল মিয়া, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুল আলী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, অর্থ সম্পাদক পিযোষ মোদক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সদস্য মোঃ জুয়েল মিয়া, মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর মোঃ ছাইফুল ইসলাম, যুব নেতৃবৃন্দদের মধ্য থেকে সাংবাদিক ও সমাজকর্মী মোঃ সাহেদ আহমদ শান্ত, মোহাম্মদ মাসুদ আহমদ, শংকর বিশ্বাস, মোঃ এলাইছ মিয়া ও আব্দুল আজাদ চৌধুরী।

নাম ঘোষণা অনুষ্ঠান থেকেস আগামী ১ নভেম্বর প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ সুরমা খোজারখলা স্কয়ারে সকাল ৯.৩০ ঘটিকায় যুব সমাবেশ, বেলা ১০.১৫ ঘটিকায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ২০২৫-২০২৮ খ্রীষ্টাব্দের ৩ বছর মেয়াদী বিভাগীয় কমিটির শপথ অনুষ্ঠান, ১০.৩০ ঘটিকায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান, ১১.০০ ঘটিকায় খোজারখলা স্কয়ার হতে কাজিরবাজার সেতু, তালতলা পয়েন্ট, বন্দরবাজার সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য যুব শোভাযাত্রা এবং সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২.০০ ঘটিকায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং দুপুর ২.০০ ঘটিকায় সাংগঠনিক কর্মতৎপরতা ও জাতীয় যুব দিবস ২০২৫-এ যুব কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় যুব সংগঠকদের মধ্যে স্মারক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের এক-তৃতীয়াংশ যুব প্রতিনিধিদের উপস্থিত থাকার আহবান জানানো হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।