BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:২২
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী অভিষেক


মার্চ ২৫, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে অপেক্ষার পালা শেষ। প্রথমবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামছেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ডিফেন্সিভ মিডফিল্ডারকে রেখেই একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ।

শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের গোলবারে দাঁড়াবেন মিতুল মারমা।

রক্ষণভাগ সামলাবেন তপু বর্মন, তারিক কাজী, সাদ উদ্দিন ও শাকিল আহাদ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারো একাদশে ফিরেছেন তারিক। তার মতোই আক্রমণভাগে ফিরেছেন শেখ মোরসালিন।

আর হামজার সঙ্গে প্রথমবার বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন ফরোয়ার্ড শাহরিয়ার ইমন।

আক্রমণভাগে ইমনের সঙ্গী মোরসালিন ও রাকিব হোসেন। মাঝে হামজার সঙ্গী মুজিবুর রহমান জনি ও মোহাম্মদ হৃদয়। তবে একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামাল ভূঁইয়ার। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন ডিফেন্ডার তপু।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে অবসর ভেঙ্গে আবার আন্তর্জাতিক ফুটবলে ফেরা সুনীল ছেত্রীকে নিয়ে একাদশ সাজিয়েছেন ভারতীয় কোচ মানালো মার্কেস। আর ৭ বছর পর ভারতের গোলবার সামলাবেন গোলরক্ষক বিশাল কাইথ।

আজ ২২ বছরের অপেক্ষা ফুরাতে মাঠে নামছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে ভারতের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছিল বাংলাদেশ। আর সর্বশেষ ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছিল।

বাংলাদেশের একাদশ-
মিতুল মারমা (গোলরক্ষক), তপু, তারিক, সাদ, শাকিল আহাদ, হৃদয়, হামজা, মোরসালিন, মজিবুর রহমান জনি, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন।

ভারতের একাদশ-
বিশাল কাইথ (গোলরক্ষক), রাহুল ভেকে, শুভাশীষ বোস, সন্দেস জিঙ্গান, লিস্টন কোলাসো, ফারুক চৌধুরী, উদান্তা সিং, সুনীল ছেত্রী, আয়ুশ দেব ছেত্রী লালেংমাউয়া আপুইআ ও বরিস সিং।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।