নিজস্ব প্রতিবেদক : আত্মগোপনে থেকেও রক্ষা পাননি সুনামগঞ্জের ছাতক উপজেলার কৃষক লীগের আহ্বায়ক ও ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন। পুলিশের হাতে গ্রেফতার হয়ে তিনি এখন কারাগারে।
বুধবার রাতে থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তার নিজ বাড়িসংলগ্ন হায়দরপুর বাজার এলাকা থেকে আওলাদ হোসেনকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্র জানায়, ২০১১ সালের নির্বাচনে ভাতগাঁও ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন আওলাদ হোসেন। এক সময় বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষক ছিলেন। তার এলাকায় মাস্টার হিসেবে পরিচিত।
ছাতক থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।