বিডিসিলেট ডেস্ক : সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের হামলায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কয়েকজন সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত এক সদস্যকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতীয় গরু-মহিষসহ বিভিন্ন অবৈধ পণ্য চোরাচালান বৃদ্ধি পেয়েছে।
শনিবার (১৫ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের টিপরাখলা এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার-১২৮৮-এর কাছে চোরাকারবারিদের তৎপরতার খবর পেয়ে বিজিবির রাজবাড়ি সীমান্ত ফাঁড়ির একটি টহল দল সেখানে পৌঁছায়। এ সময় চোরাকারবারিরা সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়, এতে কয়েকজন বিজিবি সদস্য আহত হন।
পরবর্তীতে বিজিবির অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত এক সদস্যকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জৈন্তাপুর রাজবাড়ি সীমান্ত ফাঁড়ির এক বিজিবি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
সীমান্তে চোরাকারবারি রোধে বিজিবির নিয়মিত টহল পরিচালনার কথা থাকলেও সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের পরিমাণ বেড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।