BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩০
আজকের সর্বশেষ সবখবর

নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু, নিখোঁজ ২


ফেব্রুয়ারি ১, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়ি বেড়াতে এসে ফুলজোর নদীতে গোসলে নেমে রাফিন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরও দুই স্কুলছাত্র।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঝাটিবেলাই গ্রামে ফুলজোর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বিকেল সোয়া ৩টার দিকে গোসলে নেমে নিখোঁজ হয় তিন বন্ধু।

নিহত রাফিন ঝাটিবেলাই গ্রামের মো. বাবলুর ছেলে ও সিরাজগঞ্জ কালেক্টর স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

নিখোঁজরা হলেন- সিরাজগঞ্জ শহরের বাসিন্দা ও একই স্কুলের কৃঞ্চ (১৫) ও সারজিদ (১৫)।

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল জানান, বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ৬ বন্ধু ফুলজোড় নদীতে গোসলে নামে। বিকেল ৩টা ২৫ মিনিটে নদীতে তিনজন স্কুলছাত্র নিখোঁজের খবর পেয়ে ঘটনা পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যা ৬টায় নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করা হয়। রাজশাহী থেকে ডুবুরি দলের সদস্যরা এসে নিখোঁজ অপর দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধারে চেষ্টা করছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।