BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৮
আজকের সর্বশেষ সবখবর

ইজতেমার মাঠে সংঘর্ষে আহত এক মুসল্লির মৃত্যু


জানুয়ারি ২৮, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিেলট ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে ইজতেমার মাঠে তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভি ও মাওলানা জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে আহত মিজানুর রহমান (৪০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার দিনগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

নিহত হলেন- মিজানুর রহমান প্রায় ঘটনার পর প্রায় ৪০ দিন চিকিৎসাধীন ছিলেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে ঢামেক মর্গে অপেক্ষমাণ নিহতের ভগ্নিপতি মোছাদ্দেকুল হক বলেন, ‘মিজানুর রহমান কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার মাস্টারপাড়া চন্দ্রখানা গ্রামের ছবির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। এক ছেলে ও দুই মেয়ের জনক তিনি।’

মোছাদ্দেকুল বলেন- ‘গত ১৭ ডিসেম্বর গ্রাম থেকে জোড় ইজতেমায় অংশ নেওয়ার জন্য টঙ্গী মাঠে এসেছিলেন মিজানুর। রাতে রাতে ইজতেমা মাঠে সংঘর্ষে আহত হন তিনি। মুসল্লিরা তাঁকে রাতেই টঙ্গী আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ১৮ ডিসেম্বর ঢাকা মেডিকেলের আইসিউতে ভর্তি করা হয় তাঁকে। ঘটনার দুদিন পর স্বজনরা খোঁজ পেয়ে হাসপাতালে এসে তাঁকে দেখতে পায়।’

চিকিৎসকের বরাত দিয়ে মিজানুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপ–পরিদর্শক (এসআই) আশরাফ আলী। তিনি সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, গত ১৭ ডিসেম্বর দিনগত রাতের দিকে টঙ্গী ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা গেছেন মিজানুর রহমান।

এসআই আশরাফ আলী বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।