BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:০১
আজকের সর্বশেষ সবখবর

টানা তিন ম্যাচ জয়ের পর যা বললনে রাজশাহীর মালিক


জানুয়ারি ২৮, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : হওয়ার কথা ছিল টুর্নামেন্টটির ইতিহাসে সেরা টুর্নামেন্ট। কিন্তু হয়ে গেল সবচেয়ে সমালোচিত ও বিতর্কিত টুর্নামেন্ট। একাদশ বিপিএলের এই বিতর্কের পেছনে অন্যতম দায়ী দুর্বার রাজশাহী। আর ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানও বিপিএলের অন্যতম আলোচিত-সমালোচিত ব্যক্তিত্ব।

দলের ক্রিকেটারদের টাকাপয়সা আর হোটেল বিল বিতর্কের জের তো এখনো কাটেনি। তবে এসবের মধ্যেই টানা তিন ম্যাচ জেতার পর দলকে বোনাস দেবেন বলেও জানিয়েছেন শফিকুর রহমান।

দুর্বার রাজশাহীর বিতর্কের শুরু হয় চট্টগ্রাম পর্বে। গত ১৭ জানুয়ারি চট্টগ্রামে তাদের প্রথম ম্যাচের এক দিন আগে খেলোয়াড়েরা প্রতিশ্রুত প্রথম ২৫ শতাংশ টাকা না পাওয়ার প্রতিবাদে অনুশীলন করেননি। চট্টগ্রামে যে হোটেলে থেকেছেন, সেখানেও হয়েছে ঝামেলা। এরপর ঢাকায় ফিরে খেলা প্রথম ম্যাচে তো পাওনা না পেয়ে কোনো বিদেশি ক্রিকেটার মাঠেই নামেননি।

অবশ্য বিদেশি ক্রিকেটারদের অনুপস্থিতিতে দেশি ক্রিকেটারদের নিয়ে চলমান বিপিএলের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্সকে হারিয়ে দেয় তারা। সবশেষ সোমবার (২৭ জানুয়ারি) রাতে হারায় সিলেট স্ট্রাইকার্সকে। টানা তিন হয়ে জয় দিয়ে লিগ পর্ব শেষ করা রাজশাহীর চোখে এখন প্লে-অফের স্বপ্ন।

সে কারণেই উচ্ছ্বসিত রাজশাহীর মালিক, ‘আমাদের মাথাতেই ছিল যে আমরা (শেষ চারে) যাব। মানুষ অনেক কথা বলেছে, তবে আমরা বদ্ধপরিকর ছিলাম। আমরা দেখিয়ে দেব। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে এক ভুল–বোঝাবুঝি হয়েছিল, তবে আমাদের ছেলেরা তো আছেই।’

বোনাসের প্রশ্নে শফিকুর রহমান বলেছেন, ‘আমরা সব সময় বোনাস দিই, ঘোষণা শুনবেন।’

রাজশাহী ঘুরে দাঁড়িয়েছে পেসার তাসকিন আহমেদের নেতৃত্বে। যদিও তিনি দায়িত্ব নেন গত ২০ জানুয়ারি। এর আগে অধিনায়ক ছিলেন এনামুল হক।

বর্তমান অধিনায়ক তাসকিনের প্রশংসা করেছেন শফিকুর রহমান, ‘অধিনায়ক হিসেবে তাসকিন পারফেক্ট। আমরা তো এই পরিকল্পনা করেই করেছিলাম। অর্ধেক করবে (একজন), এক জায়গায় যাব, আরেকজন অর্ধেক করে শেষ করবে। সবার সঙ্গে কথা বলেই ক্যাপ্টেনসি পরিবর্তন করেছিলাম। কী করলে ভালো হয়। আমরা করেছি এবং সফলও হয়েছি।’

গ্রুপ পর্বে রাজশাহীর সব ম্যাচ শেষ। ১২ ম্যাচে তারা জিতেছে ৬টিতে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।