শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
বিডিসিলেট ডেস্ক : ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছেনে যাত্রীবাহি বাসের ধাক্কায় বাসের হেলপার ও ট্রাকের এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার বাঁচামারা গ্রামের আইয়ুব আলীর ছেলে ট্রাকের শ্রমিক নুর আলম (২৬) এবং ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মো. মফিজুল মিয়ার ছেলে বাসের হেলপার কাদের মিয়া (২২)।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার এসআই তমাল সরকার জানান, ঢাকা-মাওয়া-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের পুলিয়া বাসস্ট্যান্ড এরিয়ায় মহাসড়কের পাশে বালুবোঝাই একটি ট্রাকের ইঞ্জিন খারাপ অবস্থায় দাঁড়িয়ে ছিল। এসময় ভাঙ্গা থেকে ঢাকামুখি যাত্রীবাহি পূর্বাশা পরিবহনটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার ও ট্রাকের এক শ্রমিক নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে আনা হয়েছে।