BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৩
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ নেতা গ্রেপ্তার


অক্টোবর ২, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজলসহ ৫ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজলকে তার নিজ বাসা থেকে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়ত করিম অমি ও ধর্ম বিষয়ক সম্পাদক একে এম সামসুল ইসলাম খান মাসুমকে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে গ্রেপ্তার করে র‍্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জেলা আওয়ামী লীগের সম্পাদক ছাড়া অন্য গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক একেএম সামসুল ইসলাম খান মাসুম, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক মোতাহার এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আজ বুধবার (২ অক্টোবর) আদালতে তোলা হয়েছে।

এদিকে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক মোতাহার ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের তাড়াইল থানায় হস্তান্তর করা হয়।

তাড়াইল থানার ওসি মোহাম্মদ সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের সকালে জেলা আদালতে পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।