BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৩
আজকের সর্বশেষ সবখবর

গ্রিসে রোবট অলিম্পিয়াডে ৩ বাংলাদেশীর স্বর্ণপদক অর্জন


জানুয়ারি ২২, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

মতিউর রহমান মুন্না, গ্রিস থেকে : গ্রিসের রাজধানী এথেন্সে বসা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের ২৫তম আসরে সাফল্য ছিনিয়ে এনেছে বাংলাদেশ দল। এবারের অর্জন তিনটি স্বর্ণপদকসহ ১৫টি পদক। বাকি ১২টির মধ্যে রয়েছে রৌপ্য পাঁচটি, ব্রোঞ্জ চারটি ও দুটি টেকনিক্যাল পদক।
স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠিত হয়। এথেন্সের ফ্যালিরো কোস্টাল জোন অলিম্পিক কমপ্লেক্সে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয় হয়। এর আগে গত ১৬-১৯ জানুয়ারি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
রোবটিক্সের আন্তর্জাতিক এ উৎসবে এবার বাংলাদেশের ১৬ সদস্যের দল অংশ নেয়। বিশ্বের ২৬টি দেশের ১ হাজার ৪০০ জনের বেশি প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেন।
বাংলাদেশ দলের পক্ষে স্বর্ণপদক জিতেছেন রোবট ইন মুভি জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের জাইমা যাহিন ওয়ারা, রোবট ইন মুভি সিনিয়র গ্রুপে রোবো ইডিয়টস দলের নাশীতাত যাইনাহ রহমান, ক্রিয়েটিভ আইডিয়া সিনিয়র গ্রুপে জিরোথ দলের সদস্য মিসবাহ উদ্দিন ইনান।
রৌপ্যপদক অর্জন করেছে ক্রিয়েটিভ ক্যাটাগরি জুনিয়র গ্রুপে টিম পাই দলের মাহরুজ মোহাম্মদ আয়মান, ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের জাইমা যাহিন ওয়ারা, টিম পাই দলের সদস্য মাহরুজ মোহাম্মদ, রোবট ইন মুভি সিনিয়র গ্রুপে জিরোথ দলের মিসবাহ উদ্দিন ইনান ও সাদিয়া আক্তার স্বর্ণা, অ্যাফিসিয়েনাদোস দলের মাইশা সোবহান, সামিয়া মেহনাজ ও মাশকুর মালিক মোস্তফা, এআই অটোনমাস ড্রাইভিং সিনিয়র গ্রুপে এক্সফ্যানাটিক দলের মাহির তাজওয়ার চৌধুরী।
ব্রোঞ্জপদক অর্জন করেছে ক্রিয়েটিভ আইডিয়া জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের সদস্য জাইমা যাহিন ওয়ারা, ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে জিরোথ দলের সদস্য মিসবাহ উদ্দিন ইনান, এক্সফ্যানাটিক দলের সদস্য মাহির তাজওয়ার চৌধুরী ও ফাতিন আল হাবীব নাফিস, রোবট ইন মুভি সিনিয়র গ্রুপে টেক অটোক্র্যাটস দলের আন নাফিউ, নামিয়া রউজাত নুবালা ও রুবাইয়্যাত এইচ রহমান।
এছাড়া টেকনিক্যাল পদক অর্জন করেছে ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে অটোমেশন৭১ দলের সদস্য সাদিয়া আক্তার স্বর্ণা, রোবো সোলো দলের সদস্য ফাতিন আল হাবীব নাফিস।
দলনেতা ও আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ড. লাফিফা জামাল জানান, বাংলাদেশের ছেলেমেয়েরা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে রোবটিক্সে তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে। এ শিক্ষার্থীদের উপযোগী একটি আধুনিক রোবটিক্স ল্যাব দেশে স্থাপন সম্ভব হলে রোবটিক্স প্রযুক্তিতে আমরা আরও বেশি দক্ষ হয়ে উঠবো।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।