BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১২
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর কমিটির উপদেষ্টা হলেন জহিরুল ইসলাম হাজারী


জুলাই ২০, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর কমিটির উপদেষ্টা হিসাবে মনোনীত হয়েছেন মো: জহিরুল ইসলাম হাজারী।বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আলম স্বাক্ষরিত গত ২০ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে উপদেষ্টা হিসাবে মনোনীত করেন।

মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরী নেতৃবৃন্দের অনুরোধ ও অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আপনাকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরীর উপদেষ্টা পদে মনোনিত করা হয়েছে। আমরা আশা করছি আপনার সুপরামর্শ, সাংগঠনিক দক্ষতা এবং অভিজ্ঞতায় অত্র সংগঠনের কার্যক্রম আরো বেগবান হবেঃ

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর কমিটির উপদেষ্টা মো: জহিরুল ইসলাম অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দঃ

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর কমিটির উপদেষ্টা মো: জহিরুল ইসলাম হাজারী বলেন, তার উপর যে আস্থা এবং বিশ্বাস রেখে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে সেজন্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ও সম্মানিত সাধারণ সম্পাদককে এবং সিলেট মহানগর কমিটির প্রতি গভীর শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।