BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৭
আজকের সর্বশেষ সবখবর

একটি দল সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে: নাহিদ ইসলাম


জানুয়ারি ২৯, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি দল সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে এবং ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে, যা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশন রোডে এনসিপির পদযাত্রা শেষে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, ‘একটি দল সারা দেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা দিয়েছিল, এখন নির্বাচনে এসে বলছে, মামলা তুলে নেবে, এটা তাদের কূটকৌশল, এতে আপনারা বিভ্রান্ত হবেন না। তারা ৩১ দফা থেকেও সরে এসেছে। একতরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।’

জনসভায় মৌলভীবাজার-৪ আসনে এনসিপির প্রার্থী প্রীতম দাসকে বিজয়ী করার আহ্বান জানানো দলটির আহ্বায়ক।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।