BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৮
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক আব্দুল আউয়াল চৌধুরী শিপার সংবর্ধিত


জানুয়ারি ২৭, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশন এর ব্যুরো চীফ সাংবাদিক আব্দুল আউয়াল চৌধুরী শিপার সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাব এর ২০২৬-২০২৭ সেশনের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সমিতি এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ রোটারিয়ান ডাঃ মোঃ মিসবাহুল ইসলাম এর পরিচালনায় শুরু হওয়ার অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদ সদস্য মোঃ মখলিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আহমদ, কোষাধ্যক্ষ আবুল বাশার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য আব্দুল লতিফ প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বন্ডিং বাংলাদেশ এর চেয়ারম্যান প্রবাসী কমিউনিটি নেতা জাবেদ হক।

সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক রোটারিয়ান ডাঃ মোঃ মিসবাহুল ইসলাম বলেন তাঁর সাফল্যে আমরা গৌরবান্বিত। আশা করি সাংবাদিক শিপার চৌধুরী সাম্প্রতিক সময়ে নিরপেক্ষ সংবাদ প্রেরণের মাধ্যমে পেশাগত দক্ষতা, সামাজিক সচেতনতার বহিঃপ্রকাশ ঘটবে।

সংবর্ধিত হয়ে সাংবাদিক শিপার চৌধুরী আবেগে আপ্লুত হয়ে বলেন, ‘আপনাদের এ ঋণ শোধ হওয়ার নয়। কোনোদিন এ ঋণ শোধ করতে পারব কি না, জানি না।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।