স্পোর্টস ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্মরণীয় এক জয় পেয়েছে ইতালি। দুবাইয়ে অনুষ্ঠিত তৃতীয় ওয়ার্ম-আপ ম্যাচে তারা আইসিসির পূর্ণ সদস্য দেশ আয়ারল্যান্ডকে চার উইকেটে পরাজিত করে ইতিহাস গড়ে। এটিই প্রথমবার, যখন ইতালি কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে জয় তুলে নিল।
এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে ২–০ ব্যবধানে প্রস্তুতি সিরিজ নিশ্চিত করেছিল আয়ারল্যান্ড।
প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৯.৪ ওভারে ১৫৪ রানেই গুটিয়ে যায়। ওপেনার পল স্টার্লিং দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন, যেখানে ছিল তিনটি ছক্কা ও দুটি চার। এছাড়া মার্ক অ্যাডায়ার ২৫ ও বেন ক্যালিটজ ২২ রান যোগ করেন। তবে ইনিংসের শেষভাগে বড় ধস নামে—শেষ চার উইকেট হারিয়ে মাত্র ১৬ রান যোগ করতে পারে দলটি, ফলে দুই বল বাকি থাকতেই ইনিংস শেষ হয়।
ইতালির বোলারদের মধ্যে ক্রিশান কালুগামাগে ছিলেন সবচেয়ে সফল, তিনি ২৮ রানে ৩টি উইকেট নেন। গ্রান্ট স্টুয়ার্ট ও জেজে স্মাটস শিকার করেন দুটি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে ইতালির শুরুটা ছিল নড়বড়ে। টপ অর্ডারে ওয়েন ম্যাডসেন ৩৯ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। তার বিদায়ের পর স্কোর দাঁড়ায় ১০৮–৫। এরপর জিয়ান-পিয়েরো মিয়াদে দ্রুত আউট হলে ১১১ রানে ছয় উইকেট হারায় ইতালি। তখন জয়ের জন্য দরকার ছিল ২৩ বলে ৪৪ রান।
চাপের মুহূর্তে সপ্তম উইকেটে গ্রান্ট স্টুয়ার্ট ও মার্কাস ক্যাম্পোপিয়ানো ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। স্টুয়ার্ট ১৯ বলে ৩৩ রান করেন, আর ক্যাম্পোপিয়ানো করেন ৮ রান। শেষ পর্যন্ত তিন বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইতালি।
আয়ারল্যান্ডের বোলিংয়ে ম্যাথিউ হামফ্রিস ও মার্ক অ্যাডায়ার চার ওভারে ২৩ রান দিয়ে দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ১৫৪ (১৯.৪ ওভার)
ইতালি: ১৫৭–৬ (১৯.৩ ওভার)
ফল: ইতালি ৪ উইকেটে জয়ী
