সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় নগরীর ৮নং ওয়ার্ডে গুয়াবাড়িতে সর্বসাধারণের সাথে কুশল বিনিময় করেন।
কুশল বিনিময়কালে প্রণব জ্যোতি পালের সাথে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি বেলাল হোসেন,সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সংগ্রাম পরিষদের সহ-সভাপতি ইয়াছিন আহমদ, স্হানীয় নেতৃবৃন্দে মধ্যে উপস্থিত ছিলেন হোসেন আহমদ, মফিজ আলী ,মিজান আহমদ, সোবহান আলী প্রমূখ
কুশল বিনিময়কালে প্রণব জ্যোতি পাল বলেন ,অতীতে ১২টি সংসদ নির্বাচনে গঠিত সংসদে জনমতের প্রতিফলন ঘটে নাই। সংসদ পরিণত হয়েছিল কোটিপতি, দুর্বৃত্ত ব্যবসায়ী ও সাম্প্রদায়িক অপশক্তির ক্লাবে। এরা সংসদকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে, ব্যবসায়ী সিন্ডিকেটকে শক্তিশালী করেছে, শিক্ষা-চিকিৎসার অধিকারকে টাকার কাছে জিম্মি করেছে, মানুষের অধিকারকে বানিয়েছে পণ্য। গত ৫৪ বছরে এরা এমন দেশ বানিয়েছে যেখানে টাকা নেই যাদের সেই মানুষদের শিক্ষা-স্বাস্হ্যসহ কোন অধিকার নেই।
প্রণব জ্যোতি পাল, অতীতের দুংশাসনের বিরুদ্ধে জনগণের অধিকার আদায়ের শক্তি কে শক্তিশালী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
