পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার হৃদয়বিদারক ঘটনাটি নড়েচড়ে বসিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদেরও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলোতে ক্ষোভে ফেটে পড়ছেন সবাই। তারকাদের পোস্টে হাজারো মানুষ একাত্মতা জানিয়েছেন, দাবি তুলেছেন প্রাণী নির্যাতন আইনের আরও কঠোর প্রয়োগের।
প্রাণিপ্রেমী হিসেবে পরিচিত দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ঘটনাটি জানামাত্রই নিজের ক্ষোভ প্রকাশ করেন ফেসবুকে। পোস্টে তিনি লেখেন, ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।’
ঘটনাটি তীব্রভাবে নাড়িয়ে দিয়েছে অভিনেতা তৌসিফ মাহবুবকেও। তিনি লেখেন, খবরটি দেখার পর থেকে স্বাভাবিক হতে পারছেন না।
অভিনেতা নিলয় আলমগীর নিজের ফেসবুকে লিখেছেন, ‘মা কুকুরটা মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে… একবার চিন্তা করুন তো, বস্তার ভেতরে বাচ্চাগুলো পানির নিচে কী যন্ত্রণা সহ্য করেছে।’ তিনি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
অভিনেত্রী সাবিলা নূর দীর্ঘ একটি পোস্ট শেয়ার করে লেখেন, ‘এটা হৃদয়বিদারক। এই নিষ্ঠুরতা অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত।’
অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘একজন মানুষ কীভাবে এত নিষ্ঠুর হতে পারে! এমন জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’
এই নৃশংসতার ঘটনায় দেশব্যাপী আলোচনা শুরু হলে মঙ্গলবার রাতে প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে মামলা করেন। রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আগামী রোববার মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
