BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০


ডিসেম্বর ৩, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারের ভরাউট সংলগ্ন পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটান ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট-জগন্নাথপুর রুটের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের গ্লাস ভেঙে যায় এবং সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় তাৎক্ষণিক অন্তত ১০ জনকে উদ্ধার করেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানা পুলিশও উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।

স্থানীয় দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে আটক করে এর ভেতরে থাকা চালককে বের করে আনার চেষ্টা করলেও বিকাল ৫টা পর্যন্ত তিনি ট্রাকের ভেতরেই ছিলেন। আহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি দক্ষিণ সুরমা থানা পুলিশ। দুর্ঘটনার পরপরই রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয় যদিও পুলিশের হস্তক্ষেপে সাড়ে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।