ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ বাংলাদেশের ৩৬ জন ক্ষুদে গণিতবিদ অংশগ্রহণ করতে যাচ্ছে। গণিতের এ সম্মানজনক আন্তর্জাতিক প্রতিযোগিতা আগামী ৩ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত থাইল্যান্ডের বাংকক শহরে অনুষ্ঠিত হবে।
জুনিয়র ক্যাটাগরিতে এ বছর ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তারা হলেন- ঢাকার আগাঁ খান অ্যাকাডেমির শিক্ষার্থী আহমেদ আয়মান ইব্রাহিম, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলার শিক্ষার্থী কাজী আহনাফ মাসুদ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী অরিজিৎ সাহা, সাইফান সাওয়াদ, দীপ্তিময় চক্রবর্তী, ইশতীফ আজম আহমেদ, নওশাদ জামান, মাহথির মারশাদ ও মো. রাহিব আবিদ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মুবতাসিম আল মাহ্দী ও আদীব আইদিন, সাউথ ব্রিজ স্কুলের শিক্ষার্থী আয়ান রশিদ মাহমুদ, রুরাল সার্ভিস ফাউন্ডেশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আল জিসাউর রহমান জিহাদ, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী প্রকৃতি বিশ্বাস এবং সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী কিঞ্জল নাগ দিব্য।
ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে এ বছর ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তারা হলেন- ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী রিশান আন নাফি ও জাহিন হাসান, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী ইশমাম রামীভ আহমেদ, মো. তাহমিদ হাসান খান ও রিতভিক জোয়াদ্দার, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী চন্দন চ্যাটার্জী, উইলিস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজের শিক্ষার্থী কে. এম. তামিম এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী আলভিন খান, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ সাইফান হায়দার, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী লাইবা সারিনা ইসলাম এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী ফারহান ত্বোহা ও জারিফ মুহতাসিম ভূঁইয়া।
অ্যাডভান্সড ক্যাটাগরিতে এ বছর ৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তারা হলেন- নটরডেম কলেজের শিক্ষার্থী সাদ বিন আহমেদ, কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী মো. তাহসিন ইসলাম, মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী রুয়াইফ মুস্তানির, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের দেওয়ান মোহাম্মদ সুনান, রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী তালহা হারুন এবং সানিডেল স্কুলের শিক্ষার্থী ইসাম ওয়াফিদুর রহমান, হলিক্রস কলেজের প্রিয়ন্তী দাস, ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সামিরা মুকিত চৌধুরী এবং গুরুদয়াল সরকারী কলেজের শিক্ষার্থী সাবা জান্নাত অন্বেষা।
এ ছাড়া বাংলাদেশ দলের কোচ হিসেবে থাকবেন আহমেদ শাহরিয়ার, এস এম মাহ্তাব হোসাইন, মো. আশরাফুল আল শাকুর এবং মো. সাইফুল আকন। আগামী ৫ ডিসেম্বর সকালে শিক্ষার্থীরা ব্যক্তিগত, রিলে এবং দলগত পরীক্ষাতে অংশগ্রহণ করবে।
বাংলার ম্যাথের সহ-প্রতিষ্ঠাতা ও দলনেতা এস এম মাহ্তাব হোসাইন বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের মেধা এবং দক্ষতা দুটোই আছে। শুধু প্রয়োজন তাদেরকে যথাযথ সুযোগ প্রদান করা এবং তাদেরকে প্রশিক্ষণের মধ্যে রাখা। তাহলে আন্তর্জাতিক অঙ্গনে গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য ভালো ফলাফল আনা সম্ভব।’
অংশগ্রহণকারী সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী সাইফান সাওয়াদ বলেন, ‘প্রশিক্ষণ ক্যাম্পগুলোতে আমরা গণিতের নানা বিষয় শিখেছি এবং অনেক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছি। পরীক্ষার সময়ে প্রশ্নগুলো ঠিক ভাবে বুঝতে হবে এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে সময় নিয়ে কৌশলী হতে হবে। আমরা মূল পরীক্ষাতে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত আছি।’
এ প্রতিযোগিতা কেবল শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র জাতির তরুণ মেধাবীদের অমিত সম্ভবনাকেও বিশ্ব দরবারে তুলে ধরবে। বাংলার ম্যাথ আশা করে, থাইল্যান্ডের ব্যাংকক শহরে বাংলাদেশের প্রতিযোগীরা নিজেদের মেধার স্বাক্ষর রাখবে।
আয়োজকেরা জানান, ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশীপ ২০২৫ (WMTC 2025) এর বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে আয়োজিত বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ (BMTC) ২০২৫ এ সারা দেশ থেকে ৩ হাজারেরও অধিক শিক্ষার্থী নিবন্ধন করে। নিবন্ধনকৃত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনুষ্ঠিত হয় ‘অনলাইন বাছাই পর্ব’। এই ধাপে নির্বাচিতদের নিয়ে ‘গণিত হোক আনন্দের’ স্লোগানে গত ২৬ সেপ্টেম্বর, ২০২৫ এ ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর জাতীয় পর্ব।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্যাটাগরিভিত্তিক গণিতের এ জাতীয় প্রতিযোগিতা ব্যক্তিগত এবং দলগতভাবে মোট ১৫০ জন বিজয়ী হয়। বিজয়ীদের জাতীয় পর্বের পরীক্ষা এবং পরবর্তীতে নির্বাচনী পরীক্ষার মাধ্যমে ৩৬ জনকে ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশীপ ২০২৫ (WMTC 2025) এর জন্য নির্বাচিত করা হয়। উক্ত আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে আছে দ্য ডেইলি ক্যাম্পাস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ আয়োজনের সাথে ট্রাভেল পার্টনার হিসেবে যুক্ত আছে।
বাংলার ম্যাথের ব্যবস্থাপনায় এবং তত্ত্বাবধায়নে গত দেড় বছরে বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজের শতাধিক নির্বাচিত শিক্ষার্থী দেশের বাইরে একাধিক আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেধার স্বাক্ষর রেখেছে।
উল্লেখ্য, বাংলাদেশ দল গত বছর প্রথমবারের মত কাতারের দোহাতে অনুষ্ঠিত WMTC 2024 অংশগ্রহণ করে এবং ছয়টি স্বর্ণপদক অর্জন করে।
