আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন ৯২ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ৭৭ হাজার ৮৬৩ জন এবং নারী ১৪ হাজার ৮৯০ জন।
রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এ পদ্ধতিতে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটদায়িত্বে নিয়োজিতরা ভোট দিতে পারবেন। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে ওই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনে প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা বেছে নিতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করতে সঠিক ঠিকানা দেওয়া জরুরি।
ইসি জানিয়েছে, নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এ ক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোটারকে লক্ষ্য করে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।
