BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৩
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের আগে গণভোটের দাবিতে ৬ ডিসেম্বর সিলেটে মহাসমাবেশ


নভেম্বর ২৫, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত জামায়াত ইসলামীসহ ধর্মভিত্তিক ৮ দল আগামী ৬ ডিসেম্বর সিলেটে বিভাগীয় মহাসমাবেশ করবে।

এই সমাবেশ উপলক্ষ্যে মঙ্গলবার দলগুলোর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। দুপুরে নগরের বন্দরবাজারের জামায়াত ইসলামীর দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনের পূর্বে গনভোট হলে দেশের এবং জাতির জন্য সবদিক থেকে ভালো হবে। এখন বলটা হচ্ছে সরকারের কোটে, তাঁদেরই সিদ্ধান্ত নিতে হবে। আমরা এখনো বিশ্বাস করি এজন্য আমরা এখনো আন্দোলনে আছি- আমরা সরকারকে, সংশ্লিষ্ট সবাইকে বুঝাতে পারব এটা আগে হওয়ার মধ্যেই কল্যাণ।

এ-সময় উপস্থিত ছিলেন আন্দোলনরত আট দলের জেলা ও মহানগর শাখার দায়িত্বশীল প্রতিনিধিগণ।

সমমনা দল নিয়ে জোট প্রসঙ্গে জুবায়ের বলেন, রাজনীতিতে তো আলাপ-আলোচনা স্বাভাবিক সংস্কৃতি। বিভিন্ন বিষয়ে অন্যান্য দলগুলোর সাথে আলোচনা চলছে। আলোচনার টেবিলে সবগুলো বিষয় সামনে নিয়ে এগুচ্ছি। ফাইনাল কিছু হলে আপনারা জানবেন।

গণভোটের ব্যাপারে হ্যাঁ জয়যুক্ত হওয়ার ব্যাপারে সোচ্চার জানিয়ে তিনি বলেন, সংস্কারের পক্ষে যাতে দেশবাসী হ্যাঁ-সূচক ভোট প্রদান করেন৷ তা না হলে সব সংস্কার কার্যক্রম মুখ করে পড়বে। আলোর মুখ দেখবে না।

দাবি অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, এই দাবি নিয়ে নির্বাচন করব। দাবি আদায়ের জন্য সর্বশক্তি নিয়োগ করব। সেটা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পন্থায়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।