BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৫
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে অবৈধভাবে পাহাড় খনন, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা


নভেম্বর ১৮, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা দিনারপুরের পানিউমদা ইউনিয়নের বড়চর পাহাড়ে আবারও বেড়েছে পাহাড়খেকো চক্রের বেপরোয়া কার্যক্রম। প্রশাসনের বিভিন্ন অভিযান, মামলা, জরিমানা এবং গ্রেপ্তার সত্ত্বেও পাহাড় কাটার অবৈধ কার্যক্রম থেমে নেই। পরিবেশ আইন অমান্য করে দেদারসে পাহাড় কেটে চলছে মাটি বিক্রির মহোৎসব।

স্থানীয়রা জানিয়েছেন, প্রশাসনের নজর এড়িয়ে কখনো রাতের আঁধারে, কখনো প্রকাশ্যে পাহাড় কেটে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে।

কেউ কেউ পাহাড় কেটে বসতি স্থাপন করছেন। অবৈধভাবে পাহাড় কাটা চলার ফলে বর্ষা মৌসুমে ধসের ঝুঁকি বাড়ছে এবং জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য গুরুতর ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, বড়চর পাহাড়ে এলাকার প্রভাবশালী পাহাড়খেকো শাহ রকিব মিয়া ও গোলাম মোস্তফার সিন্ডিকেট সরকারি টিলা কেটে রাত ও দিনের বেলায় ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করছে। মাটি বিক্রি করা হচ্ছে একই গ্রামের প্রবাসী দারাজ মিয়ার কাছে। এ ছাড়া কিছু মাটি শাহ রকিব মিয়ার নিচু জমি ভরাটে ব্যবহার করা হয়েছে।

পাহাড় কাটার সময় পল্লী বিদ্যুতের একটি মেইন লাইনের খুঁটির চারপাশ খনন করা হয়েছে, ফলে খুঁটিটি ঝুঁকির মধ্যে পড়েছে। ঘনবসতি এলাকার কারণে খুঁটি উপড়ে গেলে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পল্লী বিদ্যুতের নবীগঞ্জ ও বাহুবল জোনাল অফিসের কর্মকর্তারা ইতিমধ্যে বিষয়টি পরিদর্শন করেছেন।

নির্দেশিত অভিযুক্তদের বক্তব্য নিতে যোগাযোগ করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন জানিয়েছেন, পাহাড় কাটার খবর পেলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকে। বিভিন্ন সময় জরিমানা ও জেল আদায় করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী দ্রুত আরো কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।