BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভয়াবহ আগুনে তিন বাড়ি পুড়ে ছাই


নভেম্বর ১৮, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই এলাকার (সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড) রায়ের গ্রামে সোমবার (১৭ নভেম্বর) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাশাপাশি থাকা তিনটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়রা চিৎকার শুরু করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আলমপুর স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাস্তার সংস্কার কাজ চলায় বড় দমকল গাড়ি পৌঁছাতে না পারায় ছোট যান ব্যবহার করে পার্শ্ববর্তী একটি পুকুরের পানি দিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে কীভাবে বা কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

স্থানীয় বাসিন্দা ও লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল আব্দুল্লাহ শিহাব জানান, আগুনের তীব্রতায় তিনটি বাড়ির সবকিছু সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট-৩ আসনের প্রাথমিকভাবে বিএনপির মনোনীত প্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম. এ. মালেক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।