নিজস্ব প্রতিবেদক ::সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গদাধর গ্রামে কুশিয়ারা নদীর চরজুড়ে এবার শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। স্থানীয় সাংবাদিক লিমন তালুকদারের উদ্যোগে গড়ে ওঠা সবজি বাগানে ইতিমধ্যে শিম, বেগুন, বরবটি, ঢেঁড়সসহ নানা ধরনের সবজি চাষ করে তিনি সফলতা অর্জন করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) বিকালে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বাগানটি পরিদর্শন করেন। তারা বাগানের সার্বিক অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, “এমন উদ্যোগ শুধু ব্যক্তি নয়, গোটা এলাকার কৃষি উন্নয়নের দৃষ্টান্ত হতে পারে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, নির্বাহী সদস্য সাইফুর রহমান, সদস্য উবেদুল্লাহ তালুকদার ও কয়েছ আহমেদ চৌধুরী।
সাংবাদিক লিমন তালুকদার বলেন, “মাটি খুবই উর্বর হওয়ায় ফলন ভালো হয়। তবে প্রতিদিন নিজ খরচে সেচ দিতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য। নদী থেকে হাতবোমা বা মেশিনে পানি তুলতে বেশ সময় ও শ্রম ব্যয় হয়।”
তিনি জানান, “বীরশ্রী ইউনিয়নে এখনো কৃষি অফিস থেকে কোনো সেচ মেশিন বরাদ্দ দেওয়া হয়নি। অথচ অন্যান্য ইউনিয়নে মেশিন দেওয়া হয়েছে।”
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, “সরকারি সহায়তা ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে গদাধরসহ আশপাশের চরাঞ্চলকে সবজি উৎপাদনের হাব হিসেবে গড়ে তোলা সম্ভব।”
তারা দ্রুত সেচ মেশিন বরাদ্দের দাবি জানিয়ে জকিগঞ্জ উপজেলা কৃষি অফিসের দৃষ্টি আকর্ষণ করেন।
এলাকার সচেতন মহল মনে করছেন, সরকারি ও বেসরকারি পর্যায়ের সহযোগিতা পেলে চরাঞ্চলের এমন উদ্যোগ জকিগঞ্জের কৃষি অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে।
