BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৪
আজকের সর্বশেষ সবখবর

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী মঙ্গলবার


নভেম্বর ১৬, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ৩০তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট অফিসকে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য জোর দাবী জানানো হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতে আগামী ১৮ নভেম্বর মঙ্গলবার বেলা ১১.১৫ ঘটিকায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবীতে প্রধান উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা বরাবরে (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান এবং বেলা ১১.৩০ ঘটিকায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাথে নিয়ে ১০ মিনিট অবস্থান কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বলেন, ২০২৪ এর ৫ আগষ্টের পর নিত্য প্রয়োজনীয় পণ্য সহ সবকিছুই বাংলাদেশের সাধারণ জনগনের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসে। কিন্তু বর্তমান সময়ে আবারও অসাধু ব্যবসায়ীরাস তৎপর হয়ে পড়েছে। সব পণ্যের মূল্য ধীরে ধীরে জনসাধারণে ক্ষয় ক্ষমতায় বাইরে চলে যাচ্ছে। পণ্যের বাজারে সিন্ডিকেটবাজ ও অবৈধ মজুদাররা ঘোষণা ছ্ড়াাই পূর্বেকার সময়ের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে। এতে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলছেন। বক্তারা আরো বলেন, নিত্যপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির কারণে পেশাজীবী মানুষের নাভিশ্বাস অবস্থা। শিক্ষার্থীসহ সাধারণ জনগোষ্ঠীর জীবন বিপন্ন হয়ে পড়েছে। নিত্যদিনের প্রয়োজনীয় সব দ্রব্যের মূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে দেশের সিংহভাগ মানুষ তাদের চাহিদা মেটাতে অক্ষম হয়ে পড়ছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বর্তমানে সাধারণ মানুষের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। বক্তারা বাংলাদেশে সাধারণ জনগনের অবস্থা বিবেচনায় নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধি রোধে অতিশীঘ্রই কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান।

জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজীর পরিচালনায় ৩০তম সাপ্তাহিক সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সভাপতি রাধিকা রঞ্জন পাল ছাবুল, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-ধর্ম সম্পাদক মোঃ সালিম আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ সুহেল মিয়া, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুল আলী, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মখছুছুর রহমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, অর্থ সম্পাদক পিযোষ মোদক, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি এড. মুহাম্মদ কামাল মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ মহিবুর রহমান মুহিব, সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল মিয়া খান, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াকুব, মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিলমনি কান্ত চন্দ, যুবনেতা আশরাফুল ইসলাম, সুধাংশু শেখর দাস, শাহাবুদ্দিন, আব্দুল মুমিন, মোঃ আবু আলেক, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, শংকর বিশ্বাস, মোঃ আলী হোসেন, হোছাইন মোঃ আলমগীর, মোঃ সেলিম খান, রোকনে আলম চৌধুরী, মোঃ ফরিদ আলী, শিশু প্রতিনিধি এম. সাঈদ আদনান সরদার মিহাদ, এম. সাঈফ খান, এম. আজিম খান রাঈফ ও ফয়েজ হাসান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।