BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নিজ বাসা থেকে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


নভেম্বর ১৫, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে নিজ বাসা থেকে মেডিকেল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানাধীন করেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রিয়া শর্মা (২২) জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও অমৃকা রঞ্জন শর্মার মেয়ে।

পুলিশ জানায়, সকালে প্রিমা শর্মাকে সকালে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার এসআই অনুপ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।