BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:২৯
আজকের সর্বশেষ সবখবর

বিদায় ‘দ্বীপ’-ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে, অনলাইনে শোকের ছায়া


নভেম্বর ১২, ২০২৫ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট : সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার দ্বীপঙ্কর দাশ দ্বীপ আর নেই। মালয়েশিয়ায় অবস্থানকালে স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় (মঙ্গলবার ভোরে হার্ট এট্যাক করে চিকিৎসধীন অবস্থায় মালেশিয়াতে মারা গেছেন তিনি। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২১ বছর

দ্বীপঙ্কর দাশ দ্বীপ ইউটিউব ও ফেসবুকে সামাজিক, মানবিক ও হাস্যরসাত্মক নানা বিষয়ে কনটেন্ট তৈরি করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সমাজবোধ, ইতিবাচক বার্তা এবং সহজ ভাষায় উপস্থাপনার জন্য তিনি তরুণদের কাছে ছিলেন অনুপ্রেরণার এক নাম।

তার মৃত্যুতে ভক্ত, সহকর্মী কনটেন্ট ক্রিয়েটর এবং নেটিজেনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেছেন।

দ্বীপঙ্করের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।