BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:০৩
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ


নভেম্বর ১০, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ লাইনের জরুরী মেরামত এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য মঙ্গলবার (১১ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১০ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ. কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর ও আশপাশ এলাকা, মুক্তিরচক ফিডারের আওতাধীন মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও সংগ্ন এলাকা, স্প্রিং টাওয়ার ফিডারের উপশহর ই-ব্লক, মেইন রোড, ব্লক ডি, রোজভিউ পয়েন্ট ও সংলগ্ন এলাকা এবং ধোপাদিঘীরপাড় ফিডারের রোজভিউ পয়েন্ট, উপশহর ডি ব্লক মেইন রোডের উভয় পাশ ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ থাকবে।

নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে লাইনটিকে সচল বলেই বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ, যাতে কেউ অসাবধানতাবশত কোনো দুর্ঘটনার শিকার না হন।

নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ ও উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছেন বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।