BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৮
আজকের সর্বশেষ সবখবর

জামিন পেলেন সিপিবি নেতা অ্যাড. আনোয়ার হোসেন সুমন


নভেম্বর ১০, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে সম্পৃক্ততার কারণে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে আরো একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। ফলে তার বিরুদ্ধে হওয়া ৪টি মামলায় জামিন পেলেন সুমন।

আজ সোমবার (১০ নভেম্বর) সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম সিলেটের বিচারক হারুন অর রশীদ সর্বশেষ মামলায় সুমনকে জামিন দেন।

এসব তথ্য জানিয়ে মামলায় বিবাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন বলেন, চারটি মামলায়ই জামিন পাওয়ায় সুমনরে মুক্তি পেতে আর কোনো বাঁধা নেই।

গত ৩১ অক্টোবর মধ্যরাতে নগরের মদিনা মার্কেট কালীবাড়ি এলাকায় নিজ বাসা থেকে অ্যাডভোকেটে আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সিলেট সিটি করপোরেশনের ফটক ভাঙচুর ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের পুরনো দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর আরো দুটি মামলাসহ গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গত ২৮ অক্টোবর নগরের চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে আন্দোলন করেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। এতে আনোয়ার হোসেন সুমনসহ কয়েকজন রাজনীতিক অংশ নেন। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে চৌহাট্টা এলাকার পার্শ্ববর্তী সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একই দাবিতে শ্রমিক সমাবেশ হয়। বিক্ষোভের এক পর্যায়ে আনোয়ার হোসেনসহ আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল মহানগরের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবি জনিয়ে ২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন শ্রমিকেরা। ওই বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার একদিন আগে মধ্যরাতে আনোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।