BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:২০
আজকের সর্বশেষ সবখবর

অনুপ্রেরণার এক নাম শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট


নভেম্বর ৯, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতিটি মানুষ মনে করে মনের ভেতরের অন্ধকারচ্ছন্নতা দূর করে সকল কুসংস্কারকে ভেদ করে নিজেকে এবং সমাজকে আলোকিত করার মাধ্যমে একটা সুন্দর পরিশীলিত সমৃদ্ধ সমাজ গড়া সম্ভব। আলোকিত মানুষ গড়া, আলোকিত সমাজ বিনির্মাণ, সত্য ও সুন্দরের দিকে পথচলার পথিকৃত হিসেবে এদেশে যদি কারো সম্মান মর্যাদা দিতে হয় তা হলে সেই ব্যক্তি শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান জনাব শাহ মো: ফয়ছল চৌধুরী ।
দীর্ঘদিনের প্রবাস জীবনের অভিজ্ঞতা, সমাজ সচেতনতা, দরিদ্র মানুষের সহযোগিতা ও শিক্ষার্থীদের মনের কথা উপলব্ধি করে তিনি আলোকিত মানুষ গড়া, আলোর পথে শিক্ষার্থীদের ধাবিত করার মানসে প্রথমে শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট গঠন করেন।

ট্রাস্টের কাজ হচ্ছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের মেধাবী করে গড়ে তুলতে আগ্রহ সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের আলোকিত করা। শাহ মো: ফয়ছল চৌধুরী বিশ্বাস করেন “বাস্তবের আগুন থেকে জন্ম নেওয়া আলোর দাহ যাকে স্পর্শ করবে সে–ই আলোকিত পৃথিবীর জন্য জীবনকে উদ্বুদ্ধ করবে। সৌন্দর্য আর দায়িত্ববোধের উপলব্ধি কোন অবাস্তব পৃথিবীর স্বপ্ন নয়। মানুষের শক্তি আর স্বপ্ন এক সঙ্গে জ্বলে উঠলেই কেবল এদেশ থেকে নৈরাজ্য দূর হবে। আর মানুষের আলোকিত স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারে একমাত্র শিক্ষা। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষে শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট শুধু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে তার কাজ শেষ করেনা।
শিক্ষার্থীদের বিভিন্ন পুরস্কার দিয়ে

উৎসাহিত করার পাশাপাশি সমাজের অতি অবহেলিত জনগোষ্ঠীর সহযোগীতায় ট্রাস্টের কার্যক্রম চলমান। ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহ মো: ফয়ছল চৌধুরী একজন নিবেদিত সমাজসেবী এতে কোনো সন্দেহ নেই।

রাস্তাঘাটের উন্নয়নে, দরিদ্র মেয়েদের বিয়েতে অর্থিক সাহায্য, অসুস্থ ব্যক্তিদের সু-চিকিৎসার জন্য সহযোগিতা, শিক্ষার্থীদের লেখাপড়ায় আর্থিক সহযোগিতা, দরিদ্র মানুষের ঘর নির্মাণে সহযোগিতা সহ যেকোনো সমস্যায় মানুষদের সহযোগিতায় এগিয়ে আসেন মানবিক ব্যক্তি শাহ মো: ফয়ছল চৌধুরী।

এছাড়াও পবিত্র কুরআন শুদ্ধভাবে পড়ার জন্য প্রতি রামাদ্বান মাসে পবিত্র কুরআন প্রশিক্ষণের ব্যবস্থা করে যাচ্ছেন।

ট্রাস্টের কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী ১৫ই নভেম্বর শনিবার বারহাল ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়,সরকারি মাদ্রাসা ও বেসরকারি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে উন্নত মানের স্কুল ব্যাগ ও নগদ অর্থ প্রদান করা হবে।

বারহালের সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাধ্যমে একটি আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা রাখি।

ট্রাস্টের কার্যক্রমে আমি একজন নগণ্য ব্যক্তি সহযোগী হতে পেরে নিজেকে স্বার্থক মনে করছি। মানবিক ফয়ছল চৌধুরী ভাইর সকল কার্যক্রম আল্লাহ তায়ালা যেন কবুল করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।