BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:২১
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি আবুল, সম্পাদক সোহরাব


নভেম্বর ৮, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. আবুল হোসেনকে সভাপতি এবং দৈনিক যুগান্তর ও শুভ প্রতিদিন প্রতিনিধি সোহরাব আহমদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার দুপুরে প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।

২০২৫-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মো. মঈন উদ্দিন মিলন (দৈনিক সবুজ সিলেট), মাসুক রানা (দৈনিক স্বাধীন বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ (দৈনিক কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ মো. শরীফ আহমদ (দৈনিক খোলা কাগজ), দপ্তর সম্পাদক লিটন মাহমুদ খান (দৈনিক ইনকিলাব), পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন (নিউ নেশন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নোমান আহমদ (দৈনিক ভোরের আকাশ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী (দৈনিক জাতীয় অর্থনীতি), নির্বাহী সদস্য এখলাছ আলী (ফটোসাংবাদিক), ইফতেখার মাহমুদ পাভেল (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), মো. তাজুল ইসলাম (দৈনিক বর্তমান)।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।