সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পেঁয়াজ ও টমেটো আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। শুক্রবার ও শনিবার অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর বিওপি কর্তৃক ভারতীয় অবৈধ পেঁয়াজ ২৬ হাজার ৫১০ কেজি ও ১২ হাজার ১২০ কেজি টমেটো আটক করা হয়। আটককৃত পেঁয়াজ ও টমেটো অবৈধভাবে সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসার সময় জব্দ করা হয়।
এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারী অব্যাহত রয়েছে। এছাড়াও সীমান্তে নিরাপত্তা রক্ষা, জাল টাকা পাচার, বিভিন্ন দ্রব্যাদি চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত পেঁয়াজের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
