BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৪
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির শীর্ষনেতারা কে কোন আসনে লড়বেন?


নভেম্বর ৪, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়েই ভোটের মাঠে নামছে । আসন্নজাতীয় সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে নবীণ এ দলটি বেশ কয়েকটি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। এর মধ্যে এসেছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সংসদীয় আসনের নাম।

সোমবার রাতে এনসিপির নীতিনির্ধারকদের একটি সূত্র জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা-১৮ আসন থেকে লড়বেন নাসীররুদ্দীন পাটওয়ারী, নরসিংদী-২ আসন থেকে লড়বেন সারোয়ার তুষার, রংপুর ৪ থেকে লড়বেন দলটির সদস্যসচিব আখতার হোসেন এবং পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এছাড়া ঢাকা-৯ আসন থেকে লড়বেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নামবেন কুমিল্লা-৪ আসন থেকে। আর হান্নান মাসউদকে দেখা যাবে নোয়াখালী-৬ সংসদীয় আসনে। আর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব নির্বাচন করবেন ঢাকা-১৪ আসন থেকে।

চলতি সপ্তাহেই এনসিপি সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় চূড়ান্ত প্রার্থী তালিকা আনিুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।