BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৫
আজকের সর্বশেষ সবখবর

কলেজ ভর্তির জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন


আগস্ট ১৬, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ২০২৫-২০২৬ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণী কলেজ ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানতে হবে অন্যথায় ভর্তি হওয়ার জন্য তা অন্তরায় হবে। তোমরা যাতে কোন ঝামেলা ছাড়াই ভর্তি হতে পার সেজন্য কলেজ ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কিত এই পোষ্টটি লিখেছি। সুতরাং নিম্নে একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে তার বিস্তারিত তথ্য তুলে ধরেছি।

♦♦কলেজ ভর্তির জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন..
ভর্তি-ইচ্ছুক ছাত্র ছাত্রীরা অনলাইনে কমপক্ষে ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম নির্বাচন করতে পারবে। উত্তীর্ণ প্রার্থীরা যাতে সহজেই ভর্তি হতে পারে এ জন্য আমরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে তার বিস্তারিত বিবরণ নিম্নে প্রদান করছি।

♦♦ভর্তি ডকুমেন্টগুলোকে তিন ভাগে ভাগ করা যায় যথা:
১. সাধারণ কলেজ
২. ক্যান্টনমেন্ট কলেজ
৩. মিশনারী কলেজ।

♦♦সাধারণ কলেজ..
♦প্রথম ডকুমেন্টস গুলো হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি।
♦মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি, মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে।
♦দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, পিতা-মাতার দুই কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি।
♦স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি ও কোটা সনদ।
♦ভর্তির ফি জমা দিতে হবে।
♦ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে।

♦♦ক্যান্টনমেন্ট কলেজ…
♦প্রথম ডকুমেন্টস গুলো হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি।
♦মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি, মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে।
♦দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, পিতা-মাতার দুই কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি।
♦স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি।
♦ভর্তির ফি জমা দিতে হবে।
♦ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে।
♦কোটা সনদ হিসাবে তোমার পিতা মাতা যদি কোন ডিফেন্স বাহিনী তে কর্মরত থাকেন তাহলে ইউনিট প্রত্যয়ণ পত্রটি জমা দিতে হবে।
♦কোটা সনদ হিসাবে তোমার পিতা মাতা যদি কোন ডিফেন্স বাহিনী থেকে অবসর গ্রহণ করেন তাহলে খালাসী বইয়ের ফটোকপি জমা দিতে হবে।

♦♦মিশনারী কলেজ…
♦প্রথম ডকুমেন্টস গুলো হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি।
♦মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি, মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে।
♦দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, পিতা-মাতার দুই কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি।
♦স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি ও কোটা সনদ।
♦ভর্তির ফি জমা দিতে হবে।
♦ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে।
♦মিশনারী কলেজ গুলোর নিজ নিজ ওয়েব সাইটের আবেদন ফরম পূর্ণ করে জমা দিতে হবে।
♦ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।