BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৫২
আজকের সর্বশেষ সবখবর

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কাউন্সিল সম্পন্ন


অক্টোবর ৩১, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার কাউন্সিল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৩টায় আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবীব বুলবুল। কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন মনজুর আহমদ, মামুন বেপারি, শহীদ আহমদ, নুরুল ইসলাম,সিমান্ত রায়, জাহেদ আহমদ, জুয়েল আহমদ, ইয়াছিন আহমদ প্রমূখ।

কাউন্সিল অধিবেশনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব বুলবুল বলেন, শ্রমজীবী মানুষ জীবন দেয় অধিকার আদায়ের আশায় আর শ্রম দেয় উৎপাদন বৃদ্ধির আশায়। কিন্তু ন্যায্য মজুরি এবং অধিকার উভয় ক্ষেত্রেই সে বঞ্চিত থাকে বারবার।‌ছাত্র-শ্রমিক জনতার গণ অভ্যুত্থানেও শত শত শ্রমিক জীবন দিয়েছে,আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। অন্তবর্তীকালীন সরকার হয়েছে তা প্রতিষ্ঠায় শ্রমজীবী মানুষের রক্ত আছে ফলে তাদের দাবি যেন অস্বীকার করা না হয়।

কাউন্সিলে আবু জাফরকে সভাপতি, রত্না বসাক, শহীদ আহমদ, বেলাল হোসেনকে সহ সভাপতি, প্রণব জ্যোতি পালকে সাধারণ সম্পাদক, মনজুর আহমদকে সহ সাধারণ সম্পাদক মামুন বেপারিকে সাংগঠনিক সম্পাদক, তুহিন আহমদকে দপ্তর সম্পাদক, জাহেদ আহমদকে অর্থ সম্পাদক, আনোয়ার হোসেন, হারুন রশিদ, সিমান্ত রায়, নুরুল ইসলাম, দিলীপ হালদার, জুয়েল আহমদকে সদস্য করে ১৫সদস্য বিশিষ্ট সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা কমিটি গঠন করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।