BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৫৫
আজকের সর্বশেষ সবখবর

ভারতে যাওয়ার সময় শ্রীমঙ্গলের ইউপি সদস্য আটক


অক্টোবর ৩০, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের পিয়াস দাস (৩৪) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্য আটক হয়েছেন। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ আটক করে থানা পুলিশের হাতে বুঝিয়ে দেয়।

আটক পিয়াস সদর ইউপি’র ৫নং ওয়ার্ডের সদস্য।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ গ্রামের পিযূষ দাসের ছেলে পিয়াস ভারতে যাওয়ার জন্য বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে আসেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের রিকুইজিশন মূলে তাকে আটক করা হয়। গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের হয়, যে মামলায় তিনি ১নং আসামি। আটক পিয়াস সদর ইউপি’র ৫নং ওয়ার্ডের সদস্য।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।