BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৩
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বালু-পাথর লুট বন্ধে নদীতে বাল্কহেড দিয়ে ব্যারিকেড


অক্টোবর ২৮, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের চলতি নদীতে বালু-পাথর লুট বন্ধে বাল্কহেড দিয়ে ব্যারিকেড দিয়েছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে নদীর প্রবেশ মুখে এ প্রতিবন্ধকতা তৈরি করে পুলিশ। তবে জনসাধারণের জন্য ছোট নৌকা চলাচলের রাস্তা রাখা হয়েছে।

পুলিশ জানায়, ৫ আগস্টের পর ধোপাজান চলতি নদীতে ড্রেজার বসিয়ে বালু ও পাথর উত্তোলন শুরু হয়। দফায় দফায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি অভিযান চালিয়েও বালু ও পাথর লুট বন্ধ করতে পারেনি। যার ফলে শুক্রবার বিকেলে নদীর প্রবেশ মুখে বড় তিনটি বাল্কহেড দিয়ে ব্যারিকেড দেওয়া হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, এ জেলায় যোগদান করেছি অল্প কিছুদিন হয়েছে। আসার পর পূজাসহ বিভিন্ন ধরনের ব্যস্ততা ছিল। কিছুদিন জেলা প্রশাসন একটি বাঁশের বেড়া দিয়েছিলেন নদীর মুখে। কিন্তু সেটি বড় বাল্কহেডের ধাক্কায় ভেঙে গেছে। আমরা এখন এ অভিনব পদ্ধতি গ্রহণে বাধ্য হয়েছি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।