শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জল মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
সোমবার (২৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সিলেট মহানগরের ক্বীন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত উজ্জল মিয়া (৩০) ওসমানীনগর উপজেলার বড় হাজিপুর গ্রামের হাসিম উল্লাহ’র ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
তিনি বলেন, সিলেট কোতোয়ালি থানায় উজ্জল মিয়ার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা (এফআইআর নং-৩২/৪৩১, তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ইং।
গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।